বাগেরহাটের শরণখোলায় চেতনা নাশক ওষুধ দিয়ে সবাইকে অচেতন করে এক পরিবারের সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় পরিবারের তিন সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাধার গ্রামে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় শনিবার সকালে শিল্পী আক্তার (৩৫) এবং তার জেএসসি পরীক্ষার্থী ছেলে জাবেদ ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ে তাসনিমকে উপজেলা শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নাজমুন নাহার জানান, আমার দেবর কবির হাওলাদার ঢাকায় একটি গার্মেন্টে কর্মরত। বাড়িতে দুই সন্তানকে নিয়ে তার স্ত্রী শিল্পী আক্তার থাকেন। শুক্রবার রাত ৯টার দিকে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা পেয়ে দেখে সবাই অচেতন অবস্থায় পড়ে রয়েছে। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসাপাতলে নিয়ে যান। দুর্বৃত্তরা ঘরের আলমারি ভেঙে স্বর্ণালঙ্কারসহ দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। জেএসসি পরীক্ষার্থী জাবেদকে চিকিৎসা দিয়ে পরীক্ষায় অশংগ্রহণের জন্য আমড়াগাছিয়া কেন্দ্রে পাঠানো হয়েছে।
শরণখোলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ জানান, চেতনা নাশক মিশ্রিত খাবারে তারা অসুস্থ্য হয়েছে। শরণখোলা থানার উপ-পরিদর্শক মহিদুল ইসলাম জানান, আমরা ঘটনাটি শুনেছি। এব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন