বিজ্ঞানীরা মহাবিশ্বের একেবারে শুরুর দিকের এক বিরল গ্যালাক্সি খুঁজে পেয়েছেন। গ্যালাক্সিটির নাম দেওয়া হয়েছে ‘কসমিক গ্রেপস’। কারণ এটি আঙুরের থোকার মতো দেখতে।
এই গ্যালাক্সিতে ১৫টিরও বেশি ছোট ও ঘন তারা-গুচ্ছ রয়েছে। যেগুলো নতুন তারা তৈরি করছে। ধারণা করা হচ্ছে, এটি বিগ ব্যাংয়ের প্রায় ৯৩০ মিলিয়ন বছর পরে গঠিত হয়েছিল।
আবিষ্কারের জন্য ব্যবহৃত হয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক দুটি টেলিস্কোপ— জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ও আলমা । এছাড়া মহাকাশে থাকা আরেকটি গ্যালাক্সি RXCJ0600-2007 প্রাকৃতিক লেন্সের মতো কাজ করে দূরের এই গ্যালাক্সিকে বড় করে দেখিয়েছে। একে বলা হয় গ্র্যাভিটেশনাল লেন্সিং (মহাকর্ষীয় লেন্স প্রভাব)।
গবেষকরা জানিয়েছেন, এত ঘন ও বড় আকারের তারার গুচ্ছ এক গ্যালাক্সিতে পাওয়া বিরল। আগে ধারণা করা হতো, প্রাচীন গ্যালাক্সিগুলো এভাবে সাজানো ছিল না। নতুন তথ্য প্রমাণ করছে, মহাবিশ্বের শুরুর দিকে তারার জন্ম প্রক্রিয়া অনেক দ্রুত হচ্ছিল।
এই আবিষ্কার মহাবিশ্বের প্রাচীন ইতিহাস ও গ্যালাক্সি গঠনের ধরণ বোঝার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
বিডিপ্রতিদিন/কবিরুল