চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার মিরেরহাট বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়ার আবদুল মোনাত কালু সওদাগরের ছেলে। শুক্রবার হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে আহত হন হাবিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানার এসআই নাজমুল হাসান বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু খবর পেয়েছি।
বিডি প্রতিদিন/এএম