বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই নির্বাচন। আগের বারের মত আপনারা (বিএনপি) এবারও নির্বাচনে না আসলে নির্বাচনী বাস মিস করবেন। সেক্ষেত্রে দেশের জনগণ আপনাদের চিরতরে প্রত্যাখ্যান করবে।
শনিবার বিকেলে বরিশালের উজিরপুর ভবানীপুর হাজী তাহের উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে আমরা তার পক্ষে। জাতীয় ঐক্যফ্রন্টেরও উচিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করা।
উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক কমরেড ফায়জুল হক ফারাহীন বালীর সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড নজরুল হক নীলু, সম্পাদক শেখ টিপু সুলতান এমপি, যুবমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ এবং বরিশাল-২ আসনের ওয়ার্কার্স পার্টি প্রার্থী যুবমৈত্রী নেতা জহুরুল ইসলাম টুটুল।
এছাড়া অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কমরেড সীমা রানী শীল, জাহিদ হোসেন ফারুক, এইচ এম হারুন প্রমূখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন