বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে চার জন।আহত চার জনকে মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার সন্ধ্যা পৌঁনে ৬ টার দিকে উপজেলার রহমতপুর-মীরগঞ্জ সড়কের ক্ষুদ্রকাঠী (স্টিল ব্রিজ) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে অটোরিক্সা চালক রাহাত (২৬) এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাবুগঞ্জ ভেটেরিনারি অনুষদের সেকশন অফিসার মো. রূপমের (৩০)। তবে অপর নিহতের নাম জানা যায়নি। আহতদের মধ্যে পবিপ্রবি’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের কর্মচারী তাজুল ইসলাম (৪০), মো. সুমন (১৮) এবং সাইদুল ইসলামের (২০) নাম জানা গেছে। অপর আহতের নাম জানা যায়নি।
পুলিশ জানায়, একটি ট্রাক রহমতপুর থেকে বাবুগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে বাবুগঞ্জ থেকে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা রহমতপুরের দিকে যাচ্ছিল। এসময় স্টিল ব্রিজ এলাকা অতিক্রমকালে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত অটোরিক্সা চালকসহ সাত জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘাতক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে পুলিশ। নগরীর বিমান বন্দর থানার (ওসি) এআর মুকুল দুর্ঘটনার কারণ এবং দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন