পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু আমাদের ইতিহাসের বটবৃক্ষ। তার অমর অবিনশ্বর চেতনাকে ধরে রাখতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ও সাংগঠনিক দক্ষতা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ছাত্রলীগ কর্মী হয়ে বঙ্গবন্ধুর রাজনীতিতে অভিষেক। ছাত্রলীগকে আগামী নির্বাচনে অতন্ত্র প্রহরীর ন্যায় জনগণের কাছে সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে।
শনিবার ভোলার চরফ্যাশনে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এর আগে দলীয় মনোনয়ন দাখিলের জন্য ঢাকা থেকে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব তার নির্বাচনী এলাকায় পৌঁছালে সর্বস্থরের জনগণের পক্ষ থেকে বেতুয়া এলাকায় তাকে বিশাল এক গণসংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জনগণের উদ্দেশ্যে উপমন্ত্রী জ্যাকব বলেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভূতপূর্ব বিস্ময়কর উন্নয়ন বিশ্বে প্রশংসিত। তার সরকারের সর্বাত্মক পদক্ষেপের কারণে দেশে দ্রুত উন্নয়ন সাধিত হয়েছে। দেশের মানুষের কল্যাণে বিগত ১০ বছরে আমার নির্বাচনী এলাকায় যে উন্নয়ন করেছি সেই উন্নয়নের প্রতিদান স্বরুপ আমাকে আবারও নির্বাচিত করে এলাকার আরও উন্নয়নের সুযোগ দিন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম