পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, দেশের উন্নয়নে নৌকার বিকল্প নেই। টানা দুই মেয়াদে আ. লীগ ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। এ উন্নয়নের প্রসার শুধু দেশেই নয়, বিদেশেও প্রশংসিত ও সমাদৃত।
আজ ভোলার চরফ্যাশনে ব্রজগোপাল টাউন হলে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপমন্ত্রী জ্যাকব।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর জাতীয় ঐক্যফ্রন্ট দেশকে অস্থিতিশীল করতে চাইছে। তারা আদৌ নির্বাচন চায় কি-না সন্দেহ রয়েছে। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিচ্ছে, এই নির্বাচন নিয়ে কোন অপশক্তি নির্বাচন বানচাল করতে চাইলে জনগণকে নিয়ে তা মোকাবেলা করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে। জনগণ এখন বুঝতে সক্ষম হয়েছে আ. লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।
দেশবাসীকে শেখ হাসিনার উপর আস্তা ও বিশ্বাস রাখতে হবে। আ. লীগ জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে। এই উন্নয়ন সংগ্রামের গতিধারা যেন চলমান থাকে সেই লক্ষ্যে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে নেতাকর্মীদের নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার