আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, দেশকে এগিয়ে নিতে এবং শেখ হাসিনার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নৌকায় ভোট দিতে হবে। নৌকায় ভোট দিলেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
রবিবার বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এতে আরও বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম।
যুবলীগ জেলা সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফসার আপন, ফেনী পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে জেলার ৬টি উপজেলা ও ৫টি পৌরসভার হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা ফেনী সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন