বাগেরহাটের কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাজরা ইশতিয়াক হোসেন বাহাদুরকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিসহ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে খুলনা শহর থেকে রাসেল শেখ (৩১) ও শামীম শেখ নামে এই দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেফতারকৃতদের মধ্যে প্রধান আসামি রাসেল শেখ বাগেরহাটের কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের আব্দুল আজিজ শেখ এবং একই উপজেলার খলিশাখালী গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে শামীম শেখ।
বাগেরহাট পিবিআই ওসি শেখ শহিদ জানান, গত ১০ জুলাই ভোরে উপজেলার সাইনবোর্ড বাসস্ট্যান্ডে থেকে ভ্যানযোগে কচুয়ায় ফেরার পথে সড়কে বেরিকেড দিয়ে সশস্ত্র দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ইশতিয়াককে হত্যার চেষ্টা করে। চাঞ্চল্যকর এ মামলাটি তদন্ত করছে পিবিআই। গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামি রাসেলসহ এজাহারভুক্ত দুই ছাত্রলীগ কর্মীকে বুধবার রাতে খুলনা শহর থেকে গ্রেফতার করা হয়। এই দুই আসামির বিরুদ্ধে কুচয়া উপজেলার মঘিয়া এলাকার তরমুজ চাষী শাহীন হত্যাকােণ্ডের সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন