লালমনিরহাট সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন (৩২) নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়ায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
গুলিবিদ্ধ জাকির হোসেন ওই এলাকার কাজিচওড়া গ্রামের আজিজার রহমান ওরফে আজিজ মিলেটারির ছেলে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, রাতে মাদকের চালান নিয়ে কয়েকজন মাদক বিক্রেতা নিজপাড়ায় এসেছেন-এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযানে যায় পুলিশ। টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশের ওপর হামলা করলে পুলিশ শর্টগানের দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলি দু’টি মাদক বিক্রেতা জাকিরের দুই পায়ে লাগে। একপর্যায়ে অন্য মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পরে দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় জাকিরকে গ্রেফতার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একশ’ পিস ইয়াবা জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল