“টেকসই উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও সুশাসন: দুর্নীতির বিরুদ্ধে একসাথে” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও সমমনা বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে রবিবার খাগড়াছড়ি শাপলা চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. শাহ আলম, পুলিশ সুপার আহমার উজ্জামান, পৌর মেয়র রফিকুল আলমসহ বিভিন্ন সেবা ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আইনের মাধ্যমে দুর্নীতি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন নৈতিক ও সামাজিক সচেতনতার। তরুণ সমাজকে সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল