ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের পুরাতন বাসষ্ট্যান্ড থেকে গতকাল শনিবার রাত ১১টার দিকে বোয়ালমারী থানা পুলিশ চারটি বোমা ও আগুনে পোড়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
থানার এসআই সজিবুল ইসলাম জানান, পৌর সদরের আফজাল শেখ শনিবার রাত ১১টার দিকে পুরাতন বাসষ্ট্যান্ডের সামনে দিয়ে ইয়ামাহা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। ২০/৩০জনের মুখোশধারী একটি দল তাকে লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে। এ সময় ওই পেট্রল বোমায় তার মোটরসাইকেলটি পুড়ে যায়।
তিনি আরও জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে ২টি ককটেল, ২টি পেট্রল বোমা, ২টি প্লাস্টিকের বোতল ও একটি পোড়া মোটরসাইকেল উদ্ধার করি। কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত