নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুমন নামে এক শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহতের নাম আজহারুল ইসলাম সুমন (২৮)। তিনি উপজেলার সত্যভান্দি ভূঁইয়া পাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে।
শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটলে আজ দুপুরে তা প্রকাশ পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি আকতার হোসেন জানান, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে মজা করার ছলে সুমনের সহকর্মীরা এই ঘটনা ঘটাতে পারে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন