৯ ডিসেম্বর, ২০১৮ ১৫:৪৯

আওয়ামী লীগ ইসলাম বিরোধী কোনো আইন পাস করেনি: শিল্পমন্ত্রী

এস এম রেজাউল করিম, ঝালকাঠি:

আওয়ামী লীগ ইসলাম বিরোধী কোনো আইন পাস করেনি: শিল্পমন্ত্রী

বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগকেই ইসলামী ভাবধারায় পরীক্ষিত দল উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০০৮ সালের নির্বাচনের আগে জননেত্রী শেখ হাসিনার ওয়াদা অনুযায়ী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইসলাম বিরোধী কোনো আইন পাস করেনি।

মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিটি জেলা-উপজেলায় সরকারি ভাবে ৫৬০ টি মসজিদ নির্মাণ করে দিয়েছে। সরকার সব সময় ইসলাম ধর্মীয় কাজে সহায়তা ও পৃষ্ঠপোষকতা দিয়েছে। 

আজ দুপুরে ঝালকাঠিতে ইমাম ও মুয়াজ্জিনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগকেই ইসলামী ভাবধারায় পরীক্ষিত দল উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আরও বলেন, বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত আওয়ামী লীগ সরকার ইসলাম ধর্মীয় কাজে সহায়তা ও পৃষ্ঠপোষকতা দিয়েছে। তাই পরীক্ষিত দল ও পরীক্ষিত মানুষ হিসেবে আসন্ন নির্বাচনে বিবেক বোধে আওয়ামী লীগকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী।
শহরের একটি কমিউনিটি সেন্টারে পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মু. আব্দুর রশিদের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লা পনির, জেলা ইমাম সমিতির সভাাপতি আব্দুল হাই নিজামীসহ আরো অনেকে বক্তব্য দেন। মতিবিনিময় সভায় জেলার ইমাম ও মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর