নেত্রকোনায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৮।
রবিবার বিকালে জেলা প্রাশাসকের সম্মেলন কক্ষে নেত্রকোনা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ের উদ্যোগে ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। জেলার ১০ উপজেলা থেকে বাছাই করে ৫ ক্যাটাগরিতে নির্বাচিত নারীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
জেলা মহিলা বিষয়ক অফিসার ফেরদৌসী বেগমের সভাপতিত্বে জয়িতাদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসাইন, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক আলপনা বেগম, নারী প্রগতি সংঘের আলী আমজাদ আন্টু, মহিলা পরিষদের সভাপতি রেহানা সিদ্দিকী, সম্পাদক তাহেজা বেগম, ব্রাকের প্রবাল সাহা সহ জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষক নাইম সুলতানা লিবন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন