মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা মাঠের মহেষপুর খাল থেকে অজ্ঞাত এক ব্যাক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে মহেষপুর খালের একটি ছোট ব্রিজের কাছে জার্মানীর নিচে একটি বাঁশের খুঁটির সাথে বাধা অবস্থায় গলিত মরদেহটি উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকারের নেতৃত্বে পুলিশের একটি ঘটনাস্থলে গিয়ে পঁচা গলিত মরদেহ উদ্ধার করেন।
ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, ধারণা করা হচ্ছে আনুমানিক মাস খানেক আগে তাকে হত্যা করে খালের মধ্যে একটি বাঁশের সাথে বেধে রেখেছে। লাশের গায়ে শার্ট ও লুঙ্গি রয়েছে।
মরদেহটি উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি হরেন্দ্রাথ সরকার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ