৭০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন বগুড়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সকালে বগুড়া শহরের কাটনারপাড়াস্থ সংগঠন কার্যালয় হতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের বগুড়াসহ তিন জেলার সমন্বয়কারী আলহাজ রফিকুল ইসলাম, বগুড়া জেলার সভাপতি নুরনবী বুলু, নির্বাহী সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক মো. সোহেল মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা খানম লিপি।
উপস্থিত ছিলেন শরিফ উদ্দিন আহম্মেদ, দুলাল, মিজান, নুরে আলম চৌধুরী, সাঞ্জু, আসলাম, রিপন, আরিফুল ইসলাম, ইউসুফ, রাজিব, কাহলু উপজেলার সাইফুল ইসলাম সাইফ, মাসুম রব্বানী খান প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার