আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সম্মিলিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন পর্ষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- জেলা মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুস্প রানী চক্রবর্তী, ক্যাব সম্পাদক রনজিৎ দত্ত, কাজী এনায়েত হোসেন ও শুভংকর চক্রবর্তী।
বক্তারা বলেন, মানবাধিকার না থাকলে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়। তাই মানবাধিকার রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম