কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড (বিজিবি)। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, শনিবার রাতে মিয়ানমার হতে চার জন লোককে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহলদল তাদের পিছু ধাওয়া করে। ইয়াবা পাচারকারীরা টহলদলের উপস্থিতি লক্ষ্য করে ঝাউবাগানের দিকে পালিয়ে যায়। পরে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ২ কোটি ১০ লাখ টাকার মূল্যমানের ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে যা উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার