বগুড়ার ধুনট উপজেলায় নাশকতার দুই মামলায় বিএনপির সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নৌকা প্রতীকের দুই কর্মীকে মারপিট এবং নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলায় তাদের গ্রেফতার করা হয়।
রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- ধুনট উপজেলার চিকাশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জাকির হোসেন জুয়েল, ভান্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক, এলাঙ্গী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হক, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির নেতা বাবলু মন্ডল, ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিল্টন, নিমগাছী ইউনিয়ন বিএনপির নেতা বাচ্চু মিয়া।
ধুনট থানা পুলিশ জানায়, গত ১৭ ডিসেম্বর রাতে নৌকা প্রতীকের কর্মী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহীন আলমকে মারপিট ও তাদের মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। ওই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ ৭০জন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নৌকা প্রতীকের দুই কর্মীকে মারপিট এবং নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলায় বিএনপির সাত নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৮/আরাফাত