বগুড়ার শেরপুরে ও কাহালু উপজেলায় নাশকতা মামলায় বিএনপির ৪ কর্মীকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
শনিবার রাতে দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ ইউনিয়নের মৃত কাংগালু প্রামাণিকের ছেলে মো. শাহ আলম (৩৮) ও খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে মো. সারোয়ার হোসেন (৩৫), কাহালু থানার ওলাহালি গ্রামের শরিফ উদ্দিনের পুত্র আব্দুল বারী প্রমাণিক (৫৪) ও কালিশপুরী গ্রামের সৈয়দ আলীর পুত্র বুরু প্রামাণিক (৪৭)।
গ্রেফতারকৃত চারজনই বিএনপির কর্মী বলে জানা যায়।
বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুইজনই বিএনপির সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রবিবার বিকেলে শেরপুর থানার একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অপরদিকে কাহালু থানা পুলিশ বলছে, কাহালু থানার বিষ্ফোরক ও নাশকতা মামলার আসামি হিসেবে শনিবার রাতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন