চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী মোল্লাবাড়ি নামক স্থানে বাসের সাথে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার চন্দ্রবাস গ্রামের রবিউল ইসলাম (৩২), তার স্ত্রী শ্যামলী খাতুন (২৮) ও পাশের নেপা গ্রামের মো. উজ্জল (২২)। এ ঘটনায় আহতরা হলেন, পাখি বেগম (৭০), লিপি খাতুন (৩৫), আমির হামজা (৪০) আকিজ হোসেন (২৫) ও রেজাউল হক (২৫)।
এ ঘটনার পর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জীবননগর থানার উপ-পরিদর্শক শতদল মজুমদার জানান, জীবননগর থেকে চুয়াডাঙ্গামুখী একটি দ্রুতগতির বাসের সাথে একটি থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন মারা যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার