ময়মনসিংহের ফুলপুরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে কর্মকর্তা কর্মচারী ও অন্যান্য ব্যক্তিদের সমন্বয়ে স্বাস্থ্যসম্মত জীবন-যাপন ও পরিবেশের প্রভাব বিষয়ে আজ রবিবার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে একদিনের এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পরিমল কুমার পাল, সিনিয়র কনসালট্যান্ট (গাইনী) ডা. সবিতা ধর, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত প্রমুখ। সভায় স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও পরিবেশের প্রভাব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার