ঝিনাইদহে গৃহবধু পারভীনা আক্তার হত্যা মামলায় স্বামী আলাউদ্দিন ও দেবর জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রবিবার রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার মুনুড়িয়া গ্রাম থেকে নিহত পারভীনা আক্তারের স্বামী ও দেবরকে গ্রেফতার করা হয়।
এর আগে, রবিবার সকালে সদর উপজেলার নারায়ণপুর গ্রামের মাঠের একটি সরিষা ক্ষেত থেকে পারভীনা আক্তারের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ভাই মুনমুন হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় স্বামী ও দেবরকে গ্রেফতার দেখানো হয়।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৮/মাহবুব