গাজীপুরের শ্রীপুর পৌর শহরের কেওয়া বাজার এলাকায় সারাহ্ কম্পোজিট মিলস লিমিটেড নামের একটি পাটজাত দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোমবার সকাল ১১ টার দিকে প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের আট ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে সকাল ছয়টার দিকে কারখানাটির ব্রেকিং কার্ড কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কারখানার জৈষ্ঠ উৎপাদন কর্মকর্তা মোঃ আমিনুল হক জানান, ভোর পৌনে ছয়টার দিকে কারখানার কর্মচারীদের একটি শিফট বিদায় হচ্ছিল। এ সময় আরেকটি শিফটের কর্মীরা কারখানার ভেতরে ঢুকছিল। এ সময়ের মধ্যে কারখানাটির মূল ভবনের ব্রেকিং কার্ড রুমে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিস, শ্রীপুর ফায়ার সার্ভিসসহ মোট আটটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টায় সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরিভাবে নেভাতে আরো সময় লাগতে পারে।
তিনি আরও জানান, আগুনে জুট মিলের টিনশেডের উপরের ছাউনির কিছু অংশ ভেঙে পড়ে। এছাড়া কারখানার মেশিন ও প্রয়োজনীয় দ্রব্য ও আসবাবপত্র পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত