দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের জেএসসি পরীক্ষার ফলাফলে গড় পাশের হার ৮১.৬৩ ভাগ।
সোমবার দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের জেএসসি পরীক্ষায় ২ লাখ ৪৮ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উত্তীর্ণ হয়েছে ২ লাখ ২ হাজার ৭৫৬ জন।
এদের মধ্যে ছাত্র ৯৫ হাজার ৯৩৩ জন ও ছাত্রী ১ লাখ ৬ হাজার ৮২৩ জন। গড় পাশের হার ৮১.৬৩ ভাগ। ছাত্রদের পাশের হার ৮০.২৬ ভাগ ও ছাত্রীদের পাশের হার ৮২.৯০ ভাগ।
এই বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩০৩ জন। ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।
জেএসসি পরীক্ষায় শতভাগ পাশকৃত বিদ্যালয়ের সংখ্যা ৩০২টি, কেউই পাশ করেনি এমন (শূন্য ফলাফল প্রাপ্ত) বিদ্যালয়ের সংখ্যা ১১টি। মোট কেন্দ্রের সংখ্যা ২৮৪টি ও অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা ৩ হাজার ২৫২টি।
ফলাফল প্রকাশ করে দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বলেন, এবার পাশের হার কমেছে ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যাও কমেছে। এবার চতুর্থ বিষয় না থাকায় জিপিএ-৫ কমেছে। অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গণিত এবং ইংরেজি বিষয়ে অকৃতকার্য বেশি হওয়ায় পাশ এবং জিপিএ-৫ দুটোই কমেছে। যেসব প্রতিষ্ঠান থেকে একজনও পাশ করেনি, সেইসব স্কুল পরিদর্শন শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম