জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ১০ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি।
স্কুলগুলো হচ্ছে:
উত্তর মেটোপুকুর জুনিয়র গার্লস স্কুল, ডোমার, নীলফামারী (পরীক্ষার্থী-৩জন)
সবদিগঞ্জ জুনিয়র স্কুল, ডোমার, নীলফামারী (পরীক্ষার্থী-২জন)
কিশামত বীরচারান বদি (কে.বি) জুনিয়র গার্লস স্কুল, কিশোরগঞ্জ, নীলফামারী (পরীক্ষার্থী-২জন)।
বারা বাসুরিয়া জুনিয়র স্কুল, লালমনিরহাট সদর (পরীক্ষার্থী-১০জন)
সোনাতলা জুনিয়র সেকেন্ডারী স্কুল, লালমনিরহাট সদর (পরীক্ষার্থী-২জন)
নদী ও জীবন জুনিয়র স্কুল, কালগিঞ্জ, লালমনিরহাট (পরীক্ষার্থী-৫জন)
অগ্নিবীনা জুনিয়র হাই স্কুল , ঠাকুরগাঁও সদর (পরীক্ষার্থী-২জন)
টেনজিরিয়া জুনিয়র গার্লস স্কুল, হরিপুর, ঠাকুরগাঁও (পরীক্ষার্থী-৪জন)
পি.জি.এ জুনিয়র গার্লস স্কুল, হরিপুর, ঠাকুরগাঁও (পরীক্ষার্থী-৩জন)
বড়মত্তর সুন্দরডিঘি জুনিয়র হাই স্কুল, দেবীধস, পঞ্চগড় (পরীক্ষার্থী-১জন)
বার ঘাটি জুনিয়র স্কুল, আটোয়ারী, পঞ্চগড় (পরীক্ষার্থী-৫জন)।
এ ব্যাপারে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, যেসব বিদ্যালয় হতে কোন পরীক্ষার্থী পাশ করতে পারেনি বোর্ডের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত বছরও এ বোর্ডের অধীন ১৩ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেনি।
বিডি প্রতিদিন/ফারজানা