কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে হোয়াইক্যং তেচ্ছিব্রীজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন,পাবনার জেলা চাটমোহরের পার্শ্বডাঙ্গা আলিপুর এলাকার মৃত আলেক মোল্লার ছেলে আজিজুল হক প্রকাশ মধু (৩৬)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ফাঁড়ির আইসি উপ-পুলিশ পরিদর্শক দীপংকর কর্মকার ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক অহিদের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে নামে। এসময় হোয়াইক্যং তেচ্ছিব্রীজ এলাকায় প্রধান সড়কে হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তিকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে একটি ইয়াবার পুটলাসহ তাকে আটক করা হয়। উপস্থিত লোকজনের সামনে পুটলাটি খুলে গণনা করে তিন'শ পিস ইয়াবা পাওয়া যায়।
ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং ফাঁড়ির আইসি দীপংকর কর্মকার জানান, ইয়াবাসহ আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন