আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যাংক ক্লোজিং ও সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার থেকে চার দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বানিজ্যসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দু’দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
স্থলবন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুন জানা, ১ জানুয়ারি থেকে স্থলবন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি-রফতানি শুরু হবে।
তিনি আরও জানান, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ব্যাংক ক্লোজিং, সাপ্তাহিক ও সাধারণ ছুটি এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কোষাগারে সব ধরনের শুল্ক করাদি ও লেনদেন বন্ধ থাকবে। এ কারণে হিলি স্থলবন্দর হতে আমদানি করা পণ্য খালাস ও তা ছাড়করণ হবে না। ফলে শুক্রবারের সাপ্তাহিক ছুটিসহ চারদিন স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য -রআমদানিফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
একটি চিঠির মাধ্যমে বিষয়টি ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশন, আমদানি রফতানিকারকসহ বন্দর সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে পুনরায় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলেও ওই চিঠিতে জানানো হয় বলে জানান তিনি।
হিলি স্থলবন্দরের সহকারী ব্যবস্থাপক অশিত কুমার স্যানাল জানান, স্থলবন্দরের আমদানিকারকদের সিদ্ধান্ত মোতাবেক চারদিন বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকবে। এ কারণে বন্দরের ভেতরের সব কার্যক্রমও বন্ধ থাকবে। তবে শনিবার বন্দরের ভেতরে আটকে থাকা পণ্য খালাসের জন্য আধাবেলা কার্যক্রম চালু থাকবে। আগামী মঙ্গলবার থেকে বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আব্দুস সবুর জানান, চারদিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও এসময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দু’দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন