বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ভায়না সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
আদালত একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে আদেশ দেওয়া হয়। এ সময় আসামি আলমগীর মাস্টার কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডিত শিক্ষক একই উপজেলার ভায়না মিয়া পাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত দুই বছর আগে আসামি মো. আলমগীর একই গ্রামের বকুল নামক এক যুবককে মালয়েশিয়া পাঠানোর কথা বলে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা নেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও তিসি ওই যুবককে বিদেশে পাঠায়নি। ফলে গত ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের ১৯ তারিখে বাদী মতিয়ার রহমান দণ্ড বিধির ৪০৬/৪২০ ধারায় সি.আর ১৭/১৮নং মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি বিচারে এলে মোট পাঁচ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় প্রদান করেন আদালত।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন