নাটোরে কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স পরীক্ষার খাতা জালিয়াতি চক্রের সদস্য মাহমুদুন নবী মিলন নামে একজনকে আটক করেছে জেলা প্রশাসন। বুধবার শহরের বলারীপাড়া এলাকার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স পরীক্ষার ৩৭১টি খাতা উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানু জানান, গোপন সংবাদে জানা যায় কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার খাতা পরিবর্তন করে বোর্ডে জমা দেওয়া হয়। পরীক্ষা শেষে খাতাগুলো ওই চক্র তাদের আস্তানায় নিয়ে পূর্বে থেকে সঠিক উত্তর লেখা অন্য খাতা বোর্ডে জমা দেন। মোটা অংকের টাকার বিনিময়ে শিক্ষার্থীদের পাশ করাতেই দীর্ঘদিন থেকে এই চক্রটি কাজ করে আসছে। পরে অভিযান চালিয়ে ৩৭১টি খাতাসহ তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, এর আগে শিক্ষক মিলনের দেয়া তথ্যমতে জিজ্ঞাসাবাদের জন্য নাটোর সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের ১৩ জন পরিক্ষার্থীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। এছাড়া নাটোর কারিগরি স্কুল এন্ড কলেজের (ভকেশনাল) অধ্যক্ষ মোল্লা কলিম উদ্দিনকেও জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। এব্যাপারে নিয়মিত মামলা করার জন্য পুলিশকে বলা হয়েছে। ঘটনার সাথে যেই জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসানাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষক মিলন জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন