ময়মনসিংহের হালুয়াঘাটে আলোচিত ব্যবসায়ী নিজাম উদ্দিন (৪০) হত্যাকাণ্ডের রহস্য উম্মোচন হওয়ায় পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কে এলাকাবাসীর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। বুধবার বিকেলে স্থানীয় পাবিয়াজুরি বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সম্মানানা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. আবু তালেবের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় আলোচিত ব্যবসায়ী নিজাম হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও বিচারের জন্য জোর দাবি জানানো হয়। মতবিনিময় সভা শেষে এলাকাবাসী হত্যার মুল পরিকল্পনাকারী ও জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৯ জুলাই উপজেলার পাবিয়াজুরি বাজারের নাহিদ বিজনেস কর্ণারের স্বত্তাধিকারী নিজাম উদ্দিনকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিন নিহতের ছোট ভাই মো. জুয়েল খান বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং- ০৮। এই ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন