সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় জুলফিকার আলী (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপজেলার বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলফিকার আলী রামকৃষ্ণপুর গ্রামের আজিজুল ব্যাপারীর ছেলে।
স্থানীয়ারা জানান, জুলফিকার দুপুরে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে উল্লাপাড়া আসার পথে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জুলফিকার আলী মারা যান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম