সারাদেশের মতো টাঙ্গাইলেও বৃহস্পতিবার (১০ জানুয়ারী) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন হতে জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি ও ছোট মনির এমপিসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।
পরে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তোবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর