১০ জানুয়ারি, ২০১৯ ১৪:১০

নেত্রকোনা মেডিকেল কলেজের যাত্রা শুরু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা মেডিকেল কলেজের যাত্রা শুরু

১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐহিতাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে নেত্রকোনা মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সকাল ১০টায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ইপিআই ভবনে (অস্থায়ী কার্যালয়ে) মেডিকেল কলেজের উদ্যোগে প্রথম ওরিয়েন্টেশন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রথম ব্যাচে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কে এম সাদিকুল আজমের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, ময়মনসিংহ বিভাগের (স্বাস্থ্য) পরিচালক ডা. আব্দুল গণি, জেলা সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ অন্যান্যরা। 

এসময় মেডিকেল কলেজে নিযুক্ত শিক্ষক ও জেলায় কর্মরত সকল ডাক্তার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন।

 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর