বেনাপোল পোর্ট থানার আইসিপি বিজিবি চেকপোস্ট দিয়ে ভুয়া (আাইডি) সিএন্ডএফ কার্ড দেখিয়ে ভারতে প্রবেশের সময় পাচারকারীসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ১২টার সময় বেনাপোল আইসিপি চেকপোস্ট থেকে তাদেরকে আটক করে বিজিবি।
আটকরা হলেন কুমিল্লা জেলার হোমনা থানার মহিষমারী গ্রামের নুরু মিয়ার ছেলে জসিম উদ্দিন (৫০), একই এলাকার মুগারচর গ্রামের মুনসুর মিয়ার ছেলে সেনুমিয়া(৫১), সেকেন্দারের ছেলে নাসির উদ্দিন (৪২) ও বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা গ্রামের শহিদুল ইসলামের ছেলে পাচারকারী দিদারুল ইসলাম (২৩)।
আটক জসিম উদ্দিন জানায়, পাচারকারী দিদারুল আমাদের কাছ থেকে ২০ হাজার টাকা নেয়। বিনিময়ে আমাদের তিনজনকে বেনাপোল পেট্রাপোল এর প্রধান সড়ক দিয়ে ভারতে পার করে দেওয়ার চুক্তি করে। পার হওয়ার সময় বিজিবি আটক করে।
বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদে জানতে পারি কয়েকজন লোক পাসপোর্ট ভিসা ছাড়া ভুয়া সিএন্ডএফ কার্ড দেখিয়ে ভারতে প্রবেশ করবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে ওই পাচারকারীসহ ৪ জন ভারতে প্রবেশের আগ মুহুর্তে গেটে দায়িত্বরত বিজিবি সদস্য তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশ আইনে তাদের আটক করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক পাচারকারীসহ ৪ অবৈধ অনুপ্রবেশকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৯/মাহবুব