রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক অটোরিকশা চালক খুনের ঘটনায় রাজিব হোসেন (২৪) নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার গোদাগাড়ীর মাটিকাটা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজিব গোদাগাড়ীর মাটিকাটা গ্রামের মারিফুল ইসলামের ছেলে।
এর আগে বুধবার রাত ১০টার দিকে গোদাগাড়ীর সরমংলা এলাকা থেকে জসিম উদ্দিন জয় (২০) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। জসিম রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার বড়বনগ্রাম মাস্টারপাড়া মহল্লার আরফান আলীর ছেলে। গত সোমবার থেকে জসিম নিখোঁজ ছিলেন।
এর আগে বুধবার নিহত জসিমের দুই বন্ধুকে গ্রেফতার করে শাহ মখদুম থানা পুলিশ। তারা হলেন, নগরীর বড়বনগ্রাম এলাকার আবুল কালামের ছেলে জসিম উদ্দিন (২০) ও গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের শাহ আলমের ছেলে সুমন আলী (২৪)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বন্ধু রাজিবকে গ্রেফতার করা হয়।
নগরীর শাহ মখদুম থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, সোমবার থেকে জসিম নিখোঁজের ঘটনায় মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর ভিত্তিতে তদন্ত শুরু করেন তারা। এরপর পুলিশ নিহত জসিমের বন্ধু সুমন ও জসিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা স্বীকার করেন যে, অটোরিকশার জন্য জসিমকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। পরে তাদের দেখানো স্থান থেকেই গোদাগাড়ী থানা পুলিশের সহায়তায় নিহত জসিমের লাশ উদ্ধার করা হয়।
ওসি মাসুদ পারভেজ আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আর জসিম, সুমন ও রাজিবের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি নিহত জসিমের অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান শাহ মখদুম থানা পুলিশের এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন