ঠাকুরগাঁওয়ের হরিপুরে ব্রিজের ছাদ ধসে চাপা পড়ে ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন নির্মাণ শ্রমিক। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার দুপুরে।
হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের বুজরুক-কাদোশুকা গ্রামের পাকা রাস্তার ওপর পুরাতন ব্রিজের ছাদ ভাঙ্গার সময় ঘটনাস্থলে ছাদ চাপা পড়ে দু'জনেই মারা যায়।
নিহতরা হলো- উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের সহবুলের ছেলে তরিকুল (২০) ও একই গ্রামের আব্দুর রউফের ছেলে তজিবুর (৪৫)।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ কোন লিখিত অভিযোগ করেননি।
বিডি প্রতিদিন/এ মজুমদার