লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অস্ত্রসহ রাকিব হোসেন (১৮) নামে এক দাখিল পরীক্ষার্থীকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার রাখালিয়া বাজারের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়। রাকিব পৌরসভার দেনায়েতপুর গ্রামের সরদার বাড়ির মৃত হানিফ মিয়ার ছেলে। সে রায়পুর কামিল মাদ্রাসার এই বছরের দাখিল পরীক্ষার্থী।
এদিকে বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ কেরোয়ার দরগাখোলা এলাকা থেকে রাব্বি (২৩) নামক এক মাদক ব্যবসায়ীকে ৩০ পিছ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
রায়পুর থানার এসআই মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মাদ্রাসার ছাত্র রাকিবকে অস্ত্রসহ আটক করা হয়েছে। সে গুলি কেনার জন্য চেষ্টা করছিল। গুলি বিক্রেতা সেজে আমরা তাকে অস্ত্রসহ আটক করি। আজ শুক্রবার সকালে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম