বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ইসমাইল হোসেন (৩৩) নামে এক হেলপার নিহত এবং পাচঁজন আহত হয়েছেন। ইসমাইল হোসেন দুর্ঘটনা কবলিত কার্ভাডভ্যানের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পাঁচডোহাইর গ্রামের আব্দুল করিমের ছেলে।
রবিবার সকাল ৯ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার চৌকিরঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যান হাইওয়ে পুলিশ আটক করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত হেলপারের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার