ময়মনসিংহের ফুলপুর অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলার কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল বাসার আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার) এম এ হাকিম সরকার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মণ্ডল, ওসি মুহাম্মদ বদরুল আলম খান প্রমূখ।
এসময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সবাইকে সরকারের অর্পিত দায়িত্বসমুহ নিষ্ঠার সাথে পালনের জন্য আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন