বাংলাদেশ পুলিশ এবং জনগণের সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষে বাংলাদেশের সকল থানা প্রাঙ্গণে রবিবার এক যোগে শুরু হয়েছে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯। এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় শেরপুর পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
পরে পুলিশ কর্মকর্তা ও পুলিশ কর্মচারীদের অংশ গ্রহণে র্যালিটি পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম থানা প্রাঙ্গণে পুলিশি সেবাসমূহ স্টলগুলো পরিদর্শন করেন এবং সেখানে পুলিশ এবং জনগণের সম্পর্কিত সেবা বিষয়ে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
পুলিশ সেবা সপ্তাহ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৯/মাহবুব