বরিশাল নগরীর রূপাতলী আক্কেল আলী সড়কের একটি ভবনে অভিযান চালিয়ে প্রায় ১ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ পলিথিনের ওই গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়।
আজ রবিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে পলিথিনের অবৈধ বাজার, বিক্রি এবং মজুদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপাতলী আক্কেল আলী সড়কের রাহাত ভিলায় একটি পলিথিনের গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট কাউকে না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ১ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করে। একই সাথে গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট গোডাউন মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার