বগুড়ায় এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত কলেজছাত্র সাকিবুল ইসলামকে (২০) উদ্ধার ও তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। শনিবার রাতে বগুড়া শহরের খান্দার এলাকা থেকে তাকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করে।
ওইদিন দুপুরে সাকিবুলকে খান্দার তিনমাথা মোড় থেকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়েছিল। উদ্ধারের পর ছাত্রের বাবা রফিকুল ইসলাম রোববার সকালে বগুড়া সদর থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
বগুড়া সদর থানার পুলিশ কর্মকর্তা সোহেল রানা জানান, গ্রেফতার আসামিরা অপহরণ চক্রের সদস্য। এরা অপহরণ করে মুক্তিপণ আদায় করে থাকে। পলাতক আসামি সোহেল রানাকে গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার