বরিশালের উজিরপুরের শিকারপুর বন্দরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রায় ৫ শতাংশ জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে সওজ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করলেও তারা চলে যাওয়ার পরপরই আবারও কাজ শুরু করে তারা।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে শিকারপুর বন্দরে সওজ জমিতে স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন শ্রমিক লীগ নেতা পরিচয়ধারী সুমন মৃধা ও আইয়ুব আলীসহ তাদের সহযোগীরা। সওজের প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ওই জমিতে গত কয়েকদিন ধরে শ্রমিক নিয়ে দু'টি পাকা স্থাপনা নির্মাণ করছেন তারা।
দখলদারদের একজন আইয়ুব আলী বলেন, এটা সওজের জমি ঠিক আছে। কিন্তু তিনি এই জমির পজিশন স্ট্যাম্পের মাধ্যমে শিকারপুর এলাকার নাসির কাজীর কাছ থেকে ক্রয় করেছেন। সরকারি জমি ক্রয়-বিক্রয়ের বিষয়ে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। অপরদিকে সুমন মৃৃধাও এ বিষয়ে কোন কথা বলতে রাজী হননি।
এদিকে প্রকাশ্যে সওজের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি স্থানীয়রা গত শনিবার বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেন। রবিবার সকালে কয়েকজন কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করলে সাময়িক সময়ের জন্য কাজ বন্ধ রাখে তারা। সওজ কর্মকর্তারা চলে যাওয়ার পর আবারও তারা কাজ চালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছে।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, জমি দখলের কথা শুনে সওজের একটি দল সরেজমিন পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার