ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করায় সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, মানুষ ভোট দেয় সেবা করার জন্য, ক্ষমতার বাহাদুরী দেখার জন্য নয়।
রবিবার বেলা ১১টায় বগুড়া শিক্ষা প্রকৌশল অধিদফতরের ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে সারিয়াকান্দির জোড়গাছা উচ্চ বিদ্যালয়ের ভবনের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রব্বানি টুকু'র সভাপতিত্বে আয়োজিত সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদ সদস্য ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, শিক্ষা প্রকৌশল অধিদফতর বগুড়া নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধক্ষ্য শাহাদৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দীন, জোড়গাছা ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল নুরুল আমিন, লুৎফর রহমান, বকুল মুন্সি, শাহাদাৎ হোসেন, এনামুল করিম পুটু, জোড়গাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারী প্রমুখ।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৯/আরাফাত