ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা (আমুয়া) স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। সাবমারসিবল পাম্পের বৈদ্যুতিক নিয়ন্ত্রণ বক্সে ত্রুটি হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালে পানি সরবারহ বন্ধ হয়ে যায়। রবিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত পানি সরবরাহ বন্ধ ছিল।
এদিকে, পানি সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালের চিকিৎসক, হাসাপাতালের কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালের স্টাফদের জন্য গভীর নলকূপ ও খালের পানি দিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপকূলীয় উপজেলা কাঁঠালিয়ার প্রায় দুই লাখ লোকের চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে ৩১ বেড নিয়ে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি ২০১৫ সালে ৫১ বেডে উন্নীত করা হয়। হাসপাতালের ভর্তি হওয়া রোগী, তাদের স্বজন ও চিকিৎসকরা এই পাম্পের পানি দিয়ে তাদের প্রযোজনীয় কাজ সারতেন। কিন্তু বর্তমানে হাসপাতালে পানি না থাকায় চরম ভোগান্তি দেখা দিয়েছে। চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে।
কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সাগর হোসেন বলেন, ‘আমি অসুস্থ হয়ে গত বৃহস্পতিবার বিকেলে এখানে ভর্তি হই। হাসপাতালে পানি না থাকায় আমাদের খুবই অসুবিধা হচ্ছে’।
চিকিৎসা নিতে আসা মনোয়ারা বেগম বলেন, ‘কলস অথবা বোতলে করে টিউওয়েলের পানি এনে তা দিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে। এটা অনেক কষ্টের।'
কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কামারুজ্জামান সোহাগ বলেন, ‘পানির পাম্পে সমস্যার সাথে সাথে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আশা করছি আজ অথবা কালকের মধ্যে সমস্যার সমাধান করা যাবে’।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৯/মাহবুব