পটুয়াখালীর কলাপাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাগ্নের নেতৃত্বে মো. লিটন গাজী (৪০) নামে এক কৃষকের হাত-পা বেঁধে ঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কৃষকের বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
শনিবার গভীর রাতে উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় লিটন গাজীর মুখে কসটেপ দিয়ে আটকে দেয়া হয়েছিল। পাশের বাড়ির লোকজন আগুন টের পেয়ে ঘরে থাকা লিটনকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
ক্ষতিগ্রস্থ ও আহত বাড়ির মালিক লিটন গাজী জানান, তার ভাগ্নে রাশেদ খাঁ, মোস্তফা হাওলাদার, রিয়াজ খাঁসহ বোন রাজবানু’র সহযোগিতায় তাকে হাত-পা বেঁধে ঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিনের শত্রুতার কারণে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি জানান।
স্থানীয় বাসিন্দা মো. সুমন ফকির জানান, আগুন টের পেয়ে নেভাতে গিয়ে ঘরের ভিতরে গড় গড় শব্দ শুনে ভিতরে মানুষ থাকার সন্দেহে ভিতরে ঢুকে লিটনকে উদ্ধার করা হয়।
অপর এক বাসিন্দা মো. সোলায়মান গাজী জানান, জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে মামা-ভাগ্নেদের একাধিকবার সালিশ করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আলী আহমেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার