টাঙ্গাইল সদর উপজেলার যুগনী গ্রামে মোটরসাইকেল চাওয়াকে কেন্দ্র করে সানু (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ গ্রুপ। এ ঘটনায় ৫জন আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সানু উপজেলার কাঠুয়া যুগনী গ্রামের এফাত মিয়ার ছেলে।
টাঙ্গাইল থানার উপপরিদর্শক (এসআই) আওয়াল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকাল ১০টার দিকে নিহত সানুর বাতিজা বাচ্চুর কাছে মোটরসাইকেল চান একই এলাকার বাবু মিয়া। এসময় বাচ্চু মোটরসাইকেল না দেয়ায় বাবু ও তার লোকজন বাচ্চুকে মারধর করে। এ ঘটনা জানার পর সানু ও তার পরিবারের লোকজন সকাল ১১টার দিকে তার ভাতিজাকে মারধরের বিষয়টি জানতে বাবুদের বাড়িতে যান। এসময় বাবু ক্ষিপ্ত হয়ে বাবু ও তার লোকজন সানুর উপর হামলা চালায়।
এসময় ধারালো অস্ত্র দিয়ে সানুকে কোপাতে থাকে। সানুকে বাঁচাতে পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। পরে গুরুতর অবস্থায় ৬ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক সানুকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার