কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪৩ লিটার চোলাই মদ ও মদ বিক্রির নগদ ১০হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।
সোমবার রাতে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার ছোট হাজ্বী নারিকেল বাগানের ভাড়া বাসা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী হলেন, টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মুছা আলীর ছেলে শামসুল আলম (৪০)।
র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব (পিপিএম) বলেন, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ইসলামাবাদ এলাকার ছোট হাজ্বীর নারিকেল বাগানের ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় ৪৩ লিটার চোলাই মদ ও নগদ ১০ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করতে সক্ষম হয় র্যাব।
আটককৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন